Online Doctor BD

অনলাইন ডাক্তার ও ফার্মাসিস্ট

আপনার রোগ ও ওষুধ নিয়ে মন খুলে কথা বলুন আমাদের অভিজ্ঞ ডাক্তার ও ফার্মাসিস্টের সাথে। নিজের রোগ নিয়ে বিস্তারিত জানতে পারলে, ওষুধের সঠিক নিয়ম, সাইড ইফেক্ট বুঝতে পারলে সুস্থ থাকা হবে আরও সহজ।

আর্টিকেল

সহজ বাংলায় হোক ওষুধ ও স্বাস্থ্য কথন। দেশের সব কয়টি জেনেরিক ওষুধ নিয়ে বাংলাতে জানুন।
ক্যান্সারকে ভয় পেলেও টিউমারকে কেন নয়!

ক্যান্সারকে ভয় পেলেও টিউমারকে কেন নয়! চলুন ক্যান্সারকে জানি পর্ব-০২ ।

চলুন ক্যান্সারকে জানি

চলুন ক্যান্সারকে জানি- পর্ব ০১

3874 scaled

এসিডিটি নিয়ন্ত্রণে Omeprazole ব্যবহার, সুবিধা ও সতর্কতা

আমাদের কোর্স

ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমরা আপনার জন্য সাজিয়েছি ওষুধ বিষয়ক ভিডিও এবং লাইভ ক্লাস।

ওষুধ নিয়ে শিক্ষা হোক আরও সহজ! আমাদের এই অনলাইন ফার্মেসী কোর্স আপনাকে ওষু...

প্রশ্ন ও উত্তর

ওষুধ ও রোগ নিয়ে একটি প্রশ্নও হারিয়ে যেতে দিবেন না। আমাদের ফার্মাসিস্ট ও ডাক্তারের কাছে আপনার প্রশ্নটি করুন।

গর্ভাবস্থায় Fungidal HC  ক্রিম ব্যবহার করা যায় কি?

Hydrocortisone + Miconazole ব্যবহার করলে সাইড ইফেক...

  Fungidal HC কি দাদ, খোস-পাঁচড়া ও চুলকে সমস্...

Fungidal HC ক্রিম মুখে ব্যবহার করা নিরাপদ কিনা?

Fungidal HC  ক্রিম কী কাজে ব্যবহার করা হয়?

Clotrimazole cream কি গর্ভাবস্থায় ব্যবহার করা নিরা...

Clotrimazole ব্যবহার করলে স্কিনে পোড়া বা জ্বালাপোড়...

Afun cream 1% cream কতদিন ব্যবহার করতে হয়?

সংখ্যায় ক্লিয়ার কনসেপ্ট

আলহামদুলিল্লাহ! এই সংখ্যাগুলো আমাদের আরও বেশি দায়িত্বশীল ও অনুপ্রাণিত করে।

পেশেন্ট কাউন্সেলিং

0 +

ফলোয়ার'স

0 +

শিক্ষার্থী

0 +

ভিডিও

0 +

প্রশ্ন উত্তর

0 +

ডাক্তার, ফার্মাসিস্ট

0 +

হেলথ কেয়ার পণ্যসমূহ

ক্লিয়ার কনসেপ্ট আপনার কথা শোনে। সুস্বাস্থ্যের জন্য সুলভ মূল্যে আমরা এনেছি ভালো মানের পণ্য।

আমাদের একাংশ

যাদের সক্রিয় অংশগ্রহণে আমরা  এগিয়ে যাচ্ছি সেই ছোট্ট টীমের একাংশ, আমরা যেখানে সবাই একসাথে।

6 (4)
Md Hirok Sheikh
Founder, CEO
6 (6)
Md Reaz Hossain
Senior Pharmacist
6 (7)
Dr. Noor Sourav
Medical Advisor
6 (1)
Sumon Ahsan Nipu
Junior Pharmacist
6
Md.Foyzur Rahman
Junior Pharmacist

আমাদের অর্জন সমূহ

ওষুধ নিয়ে কাজ করায় ক্লিয়ার কনসেপ্ট পেয়েছে অনন্য এক পরিচয়। দেশের পরিচিত সংবাদ মাধ্যমে আমাদের অর্জন ও কার্যক্রম।

JU student Hirok

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ‘ক্লিয়ার কনসেপ্ট’ ও ‘টিম অ্যাটলাস

2 1 2

ক্লিয়ার কনসেপ্ট’ পরিস্কার করে ওষুধের ধোঁয়াশা

2 1 1

‘ইওর অনলাইন ফার্মাসিস্ট’

তাদের মন্তব্য

13

Dr. Md. Hashibul Hasan Shawon

Internal medicine, BSMMU

বাংলাদেশের রোগীর তুলনায় হাসপাতালে ডাক্তারের সংখ্যা অনেক কম যে কারনে বেশিরভাগ সময় রোগীকে কাউন্সেলিং করানো সম্ভব হয়ে উঠেনা। রোগীকে যদি তার রোগ ও ওষুধ সম্পর্কে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেয়া যায়, মেন্টালি তাকে সাপোর্ট দেয়া যায় তাহলে সে অনেক টাই সুস্থ  হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট রোগীকে এই সেবা দিচ্ছে যা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।

See More
12

Dr. Ahsan Imran

Medical Officer, ShSMC

ক্লিয়ার কনসেপ্টের কাজ আমি ঐ শুরু থেকেই দেখে আসছি। তারা সাধারণ জনগণের জন্য দারুন কাজ করে যাচ্ছে। ওষুধ বিষয়ক তাদের এই সেবা আরও এগিয়ে যাক।

See More
11

Md. A. K. Azad

Assistant Professor, Department of Pharmacy, DIU

এই প্ল্যাটফর্মে একই সাথে আপনি একাধিক ডাক্তার এবং ফার্মাসিস্টের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। ক্লিয়ার কনসেপ্টের এই পেশেন্ট কাউন্সেলিং প্রোগাম টা অবশ্যই আশান্বিত এবং পেশেন্টরা আস্থার সাথে  ক্লিয়ার কনসেপ্টের এই কাউন্সেলিং সেবা নিতে পারে।

See More
10

Dr Saquiba Yesmine

Professor, Department of Pharmacy, JU

আমার ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা এত দারুন একটা প্লাটফর্ম করেছে আমি সবসময় তাদের নিয়ে গর্ব করতে পারি। হিরোক এবং তার টীম একসাথে   ক্লিয়ার কনসেপ্টের কাউন্সেলিং সেবার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন নিয়ে আসুক এই দোয়া করি।

See More

ওষুধ নিয়ে ভিডিও

 নিয়মিত ওষুধ ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাথে থাকুন Clear Concept ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

ওষুধ নিয়ে ১০টি ভুল ধারণা 💊

প্রয়োজনীয় ৫০টি ওষুধের নাম ও ব্যবহার |

ওষুধ খাওয়ার পর শরীরে যা ঘটে

ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম !

সহযোগিতায়

Thanks to Beacon Pharmaceuticals, we’re expanding healthcare access with our new website!

Beacon Pharma PLC Logo

কাউন্সেলিং নিয়ে রোগীর অনুভূতি

ধন্যবাদ ক্লিয়ার কনসেপ্ট কে পেশেন্ট কাউন্সিলিং এর সেবা চালু করার জন্য। ডাক্তার এর কাছে গেলে আমরা সব সময় একটা সমস্যা ফেইস করি প্রেসক্রিপশন এ ওষুধ দিলেও সঠিক পরামর্শ দেয় না।যেটা আমার সাথে প্রায়ই ঘটেছে।কিন্তু গতকাল Dr Fahim Firoz Sakib এবং fermacist Reaz Hossain ভাইয়া অত্যন্ত ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে প্রায় ১ ঘন্টা আমার সমস্যা শুনেছেন এবং গুরুত্বপূর্ণ অনেক পরামর্শ দিয়েছেন যার অনেক কিছুই আমি আগে জানতাম না।( এটা আমার ২য় বার কাউন্সিলিং) অনলাইনে আমরা সারাদিন ঘুরাঘুরি করি কিন্তু এই প্লাটফর্ম এমন একটা গ্রুপ যেখানে ঘুরতে আমার কখনো বিরক্ত লাগেনি।( ওষুধ নিয়ে ভিডিও গুলা আমি শুরু থেকেই দেখি) আশা করি এই প্লাটফর্ম একদিন অনেক বড় হবে আর মানুষের সেবায় কাজ করে যাবে।চিকিৎসা সেবায় সবার কাছে সঠিক পরামর্শ পৌছে দিবে। ধন্যবাদ সাকিব ভাইয়া এবং রিয়াজ ভাইয়াকে।
See More

Sumaiya

আপনাদেরকে কাউন্সিলিং নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। এবং আমার রোগ এবং ঔষধ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনাদের ডাক্তার এবং ফার্মাসিস্টের ব্যবহার অনেক ভালো ছিল। সব মিলিয়ে আপনাদের কাউনসিলিং অসাধারণ ছিল।ধন্যবাদ ডা.নূর সৌরভ ভাইয়া এবং ফার্মাসিস্ট : সুমন হাসান ভাইয়া
See More

জাহিদ হাসান

I express gratitude to Dr. Fatema Jannat Summa and Pharmacist Tafannum Moumira for their guidance on Clear Concept an online healthcare platform. They provided detailed insights into my mother’s health issues and presented antidote functions effectively. I believe that their efforts will establish the platform as a top patient counseling service in Bangladesh. Many thanks to them and may Allah accept their efforts.
See More

Md Khaled Mosharraf

জানুয়ারীর ২৩ তারিখ রাতে আমি অনলাইন কাউন্সিলিং সেবাটি নিয়েছিলাম। রিভিউ জানাবো জানবো করে সময় করতে পারি নি। অভিজ্ঞতা ভালোই ছিলো আমার। ডাক্তারতো কম বেশি সবাই দেখায় প্রয়োজন হলে। তবে ডাক্তাররা রোগীর চাপের কারণে টেস্টের রিপোর্ট ও মেডিসিনগুলোর ব্যাপারে বিস্তারিত বলতে পারে না। যার জন্য অনেক কনফিউশান থাকে। সেই দিক থেকে এই প্লাটফর্মটি অনেক ভালো লেগেছে। আমি অনেক কিছুই জিজ্ঞাসা করেছি ভাইয়ারা বিরক্তবোধ দেখাননি। আমাকে কাউন্সিলিং করেছিল ডাক্তার ফাহিম ফিরোজ সাকিব ও ফার্মাসিস্ট মোহাঃ ফয়জুর রহমান। এরপর পিডিএফ ফাইলে সবকিছু আবার ডিটেইলস দেয়ার কনসেপ্টাও অসাধারণ। Go on Clear Concept with this service.. I hope this will go far
See More

Abdullah Al Kaium

আজকের কাউন্সিলিং এ ছিলো ডা. নুর সৌরভ, মোঃ হিরক শেখ (ফার্মাসিস্ট) আলহামদুলিল্লাহ উনাদের কাউন্সিলিং এ অনেক কিছু জানতে পারলাম। দীর্ঘ ৩০ মিনিট সময় ধরে আমাকে অনেক পরামর্শ দিয়েছেন।যা নিজের অনেক অজানা ছিল। রোগ ও ওষুধ নিয়ে সুন্দর বিশ্লেষণ করেন। আপনাদের এই সেবা অব্যাহত থাকুক মানব কল্যাণে।
See More

MD Raju Ahmed

আলহামদুলিল্লাহ, Clear Concept এর মাধ্যমে আমি আজ একটি কাউন্সিলিং সেবা নিলাম। এতে আমি খুবই উপকৃত হলাম। আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছে কোথায়ও এত সুন্দর করে বুঝিয়ে দেয় না,এত সময় দেন না, সকল প্রশ্নের উত্তর দেন না। শুধুমাত্র ওনাদের কে দেখলাম ব্যতিক্রম। আমি ইন্ডিয়ার রিপোর্ট গুলো সুন্দর করে বোঝায়ে নিলাম। ধন্যবাদ Clear Concept কে, আলহামদুলিল্লাহ, Clear Concept এর মাধ্যমে আমি একটি কাউন্সিলিং সেবা নিলাম। এতে আমি খুবই উপকৃত হলাম। আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছে কোথায়ও এত সুন্দর করে বুঝিয়ে দেয় না,এত সময় দেন না, সকল প্রশ্নের উত্তর দেন না। শুধুমাত্র ওনাদের কে দেখলাম ব্যতিক্রম। ধন্যবাদ Clear Concept কে, ধন্যবাদ মোঃ হিরোক শেখ (ফার্মাসিস্ট) এবং ডা. নুর সৌরভ কে।
See More

Nibir Bin Jahangir Bhuyan

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু এক কথায় বলতে গেলে আপনাদের কাউন্সিলিং সেবা টা দারুন।। কাউন্সিলিং সেবা টা চালু করার জন্য অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি হিরোক ভাই সহ সকল ডাক্তার এবং ফার্মাসিস্ট ভাইদের প্রতি। আপনাদের সেবার মাধ্যমে ই বাংলাদেশের হাজারো মানুষ অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ । আপনাদের সকলের জন্য সর্বদা দোয়া & ভালবাসা রইলো। আজকে আমার কাউন্সিলিং করেছেন ডাক্তার ফাহিম ফিরোজ সাকিব ভাইয়া ফার্মাসিস্ট মোহাঃ ফয়জুর রহমান ভাইয়া
See More

Tuhin Arafat

খুব অসাধারণ ছিল কাউন্সিলিং সেবা। সমস্যা গুলা নিয়ে আলোচনা ও তার সমাধান দেওয়া তাও আবার ফার্মাসিস্ট ও ডাক্তার দুইজন একইসাথে। ১০/১০ ধন্যবাদ ডাক্তার : সোহানা সাবরিন ফার্মাসিস্ট : অংকিতা দত্ত
See More

Tanjib

আসসালামু আলাইকুম। গত ২৯/০৩/২০২৪ তারিখে আমি ক্লিয়ার কনসেপ্ট এর মাধ্যমে কাউন্সিলিং সেবা গ্রহন করি। আমার কাউন্সিলার ছিলেন ডাক্তার ফাহিম ফিরোজ সাকিব এবং ফার্মাসিস্ট মোহাঃ ফয়জুর রহমান। তাহারা অত্যন্ত সহজবোধ্য ভাষায় আমার প্রদত্ত রিপোর্টএবং প্রেসক্রিপশন পর্যবেক্ষন করেন ও আমার অনুসন্ধানকৃত মেডিসিন এর কার্যপ্রণালী, বর্তমান রিপোর্ট এর অবস্থা এবং পরবর্তী করণীয় সম্পর্কে জনান। সবচেয়ে ভাল বিষয় রোগীর তথ্য বিশ্লেষণ করে তারা আমাকে কাউন্সিলিং পিডিএফ দিয়েছেন। আমি ক্লিয়ার কনসেপ্ট টিম এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের এই সুন্দর পদক্ষেপ এর জন্যে। আপনারা আপনাদের যাচাইকৃত সকল প্রশ্নের উত্তর ও রোগ সম্পর্কে রোগী সম্পর্কে যদি জানতে ইচ্ছুক থাকেন তাদের কাউন্সিলিং সেবা সমূহ স্বল্পমূল্যে গ্রহণ করতে পারেন।
See More

Tarikul Islam

বিগত শনিবার ২০/০১/২০২৪এ আমার সাথে কাউন্সিলিং এ ছিলেন, মোঃ হিরোক শেখ (ফার্মাসিস্ট) ডা. ফাহিম ফিরোজ সাকিব, তারা আমার চক্ষু রোগ ও তার প্রতিকারের জন্য ওষুধ সহ রোগের বিস্তারিত Whatsapp রাত ৯ঃ৩০ মিনিটে ভার্চ্যুয়ালি মিলিত হয়েছিলেন। সৌভাগ্যের ব্যাপার ছিল আমিই প্রথম রোগী ছিলাম। চার জনের মধ্যে প্রধানত: জনাব হিরোক এবং ফাহিম ফিরোজদ্বয়ের মধ্যেই আলোচনার ভিত্তিতে Sessionটি শেষ হয়। রোগ সম্পর্কে আমার জিজ্ঞাস্য, পুরো team অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে prescription এবং Medicine ক্যানো ও কি কি কাজের জন্য ব্যাবহার করতে হয় তার pdf’ও পেয়েছি। আমার বন্ধু DrMahmud Hassan Lenin ‘ আমার জন্য সুদীর্ঘ ৩৫ বছর সেবা দান করছে, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বন্ধু সকলকে নিরবিচ্ছিন্ন সেবা করতে পারে তার আরজ মহান সর্বশক্তিমানের কাছে। তাদের কার্যক্রম সফলতার সাথে অব্যাহত থাকুক, সেজন্য মহান সর্বশক্তিমানের নিকট 🤲 চাইছি।
See More

Kazi Safiqul Alam

“যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ “। ” Clear Concept ” কমিউনিটিকে সেই একজন ভাবতে চাই। যারা একটা জাতিকে স্বাস্থ্যসেবামুলক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার নিমিত্ত দীর্ঘদিন অনলাইন প্লাটফর্ম এ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সদ্য চালুকৃত পেশেন্ট কাউন্সিলিং সেবা আমাকে মুগ্ধ করেছে।সম্মানিত ডাঃ জনাব ফাতেমা জান্নাত সুম্মা ও সম্মানিত ফার্মাসিস্ট জনাব তাফান্নুম মৌমিরা মহোদয়ের সহযোগিতায় আমার স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কিত পরামর্শ সেবা গ্রহণ করি। একজন ডাক্তার বা একজন ফার্মাসিস্ট এর যে আন্তরিকতা থাকা দরকার তা উনারা ছাড়িয়ে গেছেন।রোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি প্রতিষেধকেরও কার্যাবলী সুন্দর উপস্থাপনার মাধ্যমে সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ায় এটা প্রমান করে যে, আপনাদের প্রচেষ্টা অদুর ভবিষৎ, দেশে ও দেশের বাহিরে নাম্বার ওয়ান পেশেন্ট কাউন্সিলিং প্লাটফর্ম পরিচিত হবে। আমি আশাবাদী, এই প্লাটফর্ম সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে জনগণের সার্বিক স্বাস্থ্যসেবায় সার্বক্ষণিক কাজ করে বর্তমান প্রজন্মের আইকন হয়ে থাকবে। অশেষ ধন্যবাদ ডাঃ ফাতেমা জান্নাত সুম্মা ও ফার্মাসিস্ট তাফান্নুম মৌমিরা মহোদয়কে। আল্লাহ আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন। লালমনিরহাট
See More

Hafizur Rahman

Superintendent of Drugs at DGDA